এতদ্বারা গাইবান্ধা জেলার সকল উদ্যোক্তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই প্রোগ্রামের উদ্যেগে আগামী ২২,২৩ ও ২৬ সেপ্টেম্বর ২১ এ ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে উদ্যোক্তাদের জন্য দক্ষতা বৃদ্ধিমুলক প্রশিক্ষন কর্মসূচীর মনোনীত উদ্যোক্তাদের প্রশিক্ষন সিডিউ লঃ
২২ সেপ্টেম্বর ২০২১ইং রোজঃ বুধবার- গাইবান্ধা সদর ও সুন্দরগঞ্জ
২৩ সেপ্টেম্বর ২০২১ইং রোজঃ বৃহস্পতিবার- গোবিন্দগঞ্জ ও ফুলছড়ি
২৬ সেপ্টেম্বর ২০২১ইং রোজঃ রবিবার- সাঘাটা, পলাশবাড়ী ও সাদুল্ল্যাপুর উপজেলা।
বি: দ্র: মনোনীত সকল উদ্যোক্তাগন ২২ সেপ্টেম্বর সকাল ৯.০০ টায় উদ্ভোধনী এবং ২৬ সেপ্টেম্বর বিকাল ৩.০০ টায় সমাপনী অনুষ্ঠানে আবশ্যিকভাবে অবশ্যই সংযুক্ত হতে হবে। পাশাপাশি সকলের উপস্থিতি গননা করা হবে, প্রশিক্ষনের জন্য সম্মানীর ব্যাবস্থা আছে।
মনোনীত উদ্যোক্তগণকে উদ্বোধনী ও সমাপনী সেশনসহ প্রশিক্ষণ সময়চূচি মোতাবেক যাথাসময়ে অনলাইনে যুক্ত থাকার জন্য অনুরোধ করা হলো।
সংযুক্তঃ মনোনীত উদ্যোক্তাগনের তালিকা ও সময়সুচী-
অঅনুরোধে-
মাহাবুবুর রহমান
জেলা এম্বাসেডর,ও উদ্যোক্তা
গাইবান্ধা কামারজানি ইউনিয়ন ডিজিটাল সেন্টার, সদর, গাইবান্ধা।
মোবাইল- 01746210523 অথবা 01976210523